দেবতাখুম বান্দরবান I The Tale of Debotakhum Journey | Dhaka to Debotakhum | Debotakhum Travel Guide

দেবতাখুম বান্দরবান I The Tale of Debotakhum Journey | Dhaka to Debotakhum | Debotakhum Travel Guide



📌Debotakhum is situated in Roangchhari upazila of Bandarban district. Natural Bandarban is alleged to be the paradise of Khum and the crown of excellence of this kingdom will undoubtedly go to Devatakhum. According to the locals, this khum is about 50-60 ft deep and 700 ft lengthy.

According to the ethnic residents dwelling right here, there may be an unnamed animal on this khum whose weight is greater than 80 kg. Earlier, many individuals noticed this creature with their very own eyes within the khum’s water however now folks don’t get to see it. They take into account this creature to be a God. In Bengali the phrase ‘Debota’ means ‘God’ and for that cause, the identify of this place is Debotakhum.To get refreshed immediately, Debotakhum is a really excellent place.

Debotakhum’s path is as stunning as it’s chilling. In the wet season, simply because the path will catch your eye, there may be additionally a danger of slipping on the slippery, rocky path. There isn’t any noise aside from the speeding water, and no cell community.

The path goes by the center of two hills which you’ve got to move by raft. This path might remind you ways stunning the trail to heaven could be. Being within the center of two massive hills, Debotakhum could be very darkish on the within. The environment are so mysterious and silent that it will provide you with a really feel of actual journey.
====================

📌দেবতাখুম (Debotakhum) – বান্দরবানের সবচেয়ে বড় খুম এখন পর্যন্ত। থানচির আমিয়াখুম, ভেলাখুম কিংবা মাতভারা খুম এবং আরো যেসব খুম আছে তাদের মধ্যে রোয়াংছড়ির দেবতাখুম সবার সেরা এবং বন্য। রোয়াংছড়ির কচ্ছপতলি বাজার থেকে মাত্র ৪০ মিনিট ট্রেকিং করেই শীল বান্ধা পাড়ার দেবতা খুম দেখে আসা যায়। নভেম্বর ডিসেম্বরের পর থেকে মার্চ পর্যন্ত খুমের পানি থাকে শান্ত এবং রঙ হয় নীলাভ। খুমের সৌন্দর্য সবচেয়ে বেশী থাকে সে সময়। দেবতাখুম ভ্রমন করতে যেতে সবচেয়ে বড় সুবিধা হল এক দিনেই এই খুম ঘুরে আসা যায়।

বর্তমানে দেবতাখুম বেড়াতে যাচ্ছে প্রচুর ভ্রমনকারী কারন এখানে যাওয়ার প্রকৃয়াটা খুবই সহজ। যার মোটামুটি ৪০ থেকে ৪৫ মিনিট একটানা হাটার সামর্থ আছে সে-ই এই স্থান আরামে দেখে আসতে পারবেন। বর্ষায় এই খুমের রুপ আবার পুরাপুরি বন্য। পানি থাকে ঘোলা, প্রচন্ড স্রোতের কারনে ভেলা ভাসানোয় তখন অনেক কঠিন এবং বিপদ সংকুল।

বান্দরবান থেকে রোয়াংছড়ি যাওয়া খুবই সহজ। বাস, জীপ, সিএনজি অটো (লোকাল~রিজার্ভ) আপনারা ট্রিপ মেম্বার এবং খরচ পাতির কথা চিন্তা করে নিজের পছন্দানুযায়ী যেকোন একটিতে করে চলে যান রোয়াংছড়ি। বাস ভাড়া ৫০ টাকা জনপ্রতি, রোয়াংছড়ি পর্যন্ত সিএনজি রিজার্ভ ৮০০-৯০০। চান্দের গাড়িতে করে যেতে ৩৫০০-৪০০০ টাকা লাগবে। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি শুধু সিএনজি অটো অথবা বাইকে করে যাওয়ার উপায় আছে।

📌যেভাবে যাবেনঃ
দেশের যেকোন স্থান থেকে বান্দরবান – বান্দরবান থেকে রোয়াংছড়ি থানা (থানায় রিপোর্ট করা বাধ্যতামূলক) – রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি – কচ্ছপতলি থেকে শীলবান্ধা পাড়া (ট্রেকিং) – শীলবান্ধা পাড়া থেকে দেবতাখুম (ট্রেকিং এবং নৌকা ও ভেলা)।

📌যা জানা গুরুত্বপূর্নঃ
১। রোয়াংছড়ি থানায় গাইডসহ রিপোর্ট করতে হবে।
২। প্রত্যেক ট্রিপ মেম্বারের অবশ্যই NID কার্ডের ফটোকপি রোয়াংছড়ি থানায় জমা দিতে হবে। NID কার্ড না থাকলে যেকোন আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে যেতে পারেন।
৩। থানা থেকে একটা ফর্ম দিবে যেখানে সবার নাম ঠিকানা লিখে জমা দিতে হবে।
৪। দেবতাখুম বা শীলবান্ধা পাড়ায় ক্যাম্পিং নিষেধ।
৫। প্লাস্টিক জাতীয় দ্রব্য না নিয়ে যাওয়ায় ভাল আর নিয়ে গেলে তা সেখানে সেখানে ফেলে পরিবেশের ক্ষতি করবেন না।
৭। খুম এর ভিতর চিৎকার চেচামেচি না করে নিরবে তার পরিবেশ উপভোগ করুন। উচ্চ স্বরে চিৎকার করার চেয়ে নিরবতা ওখানে অনেক বেশী উপভোগ্য।

📌খরচ সমূহঃ
– আপনি যেখানে আছেন সেখান থেকে বান্দরবান আসা-যাওয়ার খরচ
– বান্দরবান থেকে রোয়াংছড়ি হয়ে কচ্ছপতলি পর্যন্ত আসা-যাওয়ার খরচ
– গাইড ১০০০ টাকা
– থানা থেকে দেওয়া ফর্ম ৫০ টাকা
– লাইফ জ্যাকেট, নৌকা ও ভেলা ভাড়া ১৫০ টাকা
– ভাত-মুরগি-আলু ভর্তা ও ডাল আনুমানিক ২০০ টাকা।
====================
🔴 SUBSCRIBE to keep up to date with the channel and Make certain to click on the BELL icon subsequent to the subscribe button to be notified instantly when I launch a brand new video.

If you’ve got any questions, give me a shout on social media & I’ll try to reply all of the questions you may need.

🔵 Follow me on:
👉 FB Profile : https://www.facebook.com/BipusDayOut
👉 Instagram: https://www.instagram.com/BipusDayOut
👉 Twitter : https://twitter.com/BipusDayOut
👉 Pinterest: https://www.pinterest.com/BipusDayOut
👉 Tumblr : https://bipusdayout.tumblr.com
👉 LinkedIn www.linkedin.com/in/ashfaqurrahmanbipu

🔵 For enterprise promotion & sponsorship
electronic mail: bipuoutlook@gmail.com

😀 Thanks for watching and Have an awesome day! 😀

#DebotaKhum #Bandarban #Ruangchori

source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »